প্রকাশিত: Sun, Mar 19, 2023 2:20 PM
আপডেট: Mon, Jan 26, 2026 6:30 PM

গ্রেপ্তার আসলে একটা বাণিজ্য প্রক্রিয়ার শুরু

মহিউদ্দিন আহমদ : অভিযোগ উঠলেই গ্রেপ্তার করতে হবে কেন? সবাই তো আর ভয়ংকর অপরাধী নয় যে জেলের বাইরে থাকলে একটার পর একটা খুন করবে। গ্রেপ্তার না করেও তো বিচার প্রক্রিয়া চালানো যায়! গ্রেপ্তার আসলে একটা বাণিজ্য প্রক্রিয়ার শুরু। এর পরেই শুরু হয় জামিনবাণিজ্য। গ্রেপ্তার-জামিন বাণিজ্য বন্ধ হলে অনেক উকিল আর পুলিশ ‘বেকার’ হয়ে যাবে। আদালতের কথা আর আলাদা করে বললাম না। লেখক ও গবেষক